শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৮:৫১:১৮

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

বাগেরহাট : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় পর্যটকবাহী এমভি পেলিকেন-১ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এসময় লঞ্চটিতে ২৬ পর্যটক ও ১০ জন স্টাফ ছিল বলে জানা গেছে। তাদের সবাইকে উদ্ধার করে বন বিভাগের হারবাড়িয়া পর্যটনকেন্দ্রে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পশুর নদীতে এ ঘটনা ঘটে।

বনবিভাগ জানায়, ঢাকার উইন স্টার ট্যুরিজম কোম্পানির মালিকানাধীন ট্যুর লঞ্চ এমভি পেলিকেন-১ শুক্রবার ভোরে ২৬ পর্যটক নিয়ে খুলনা থেকে মংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। এরপর সুন্দরবন ভ্রমণের জন্য বনবিভাগের ঢাংমারী স্টেশন থেকে অনুমোদন নিয়ে সকাল ৯টার দিকে পশুর নদী হয়ে সুন্দরবনে প্রবেশ করে লঞ্চটি। সন্ধ্যায় লঞ্চটি পশুর নদীর হারবাড়িয়ায় বনবিভাগের টহল ফাঁড়ির অদূরে নোঙর করে। এ সময় হঠাৎ করেই লঞ্চটির পেছোনের অংশে আগুন জ্বলতে দেখে পর্যটকরা চিৎকার শুরু করেন। এরই মধ্যে লঞ্চের আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের উদ্ধার অভিযান শুরু করে বনবিভাগ ও কোস্টগার্ড।

বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বেশ কয়েকজন পর্যটক কিছুটা দগ্ধ হয়েছেন। রাত সাড়ে ৭টা পর্যন্ত বেশ কয়েকজন পর্যটককে উদ্ধার করে বনবিভাগের হারবাড়িয়া পর্যটন কেন্দ্রে রাখা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, লঞ্চটিতে লাগা আগুন বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ প্রচেস্টায় নিভানো সম্ভব হয়েছে।

আজ রাতেই তাদের মংলা পাঠানো হবে বলে জানিয়েছেন বন বিভাগ কর্মকর্তা সাইদুর ইসলাম।
০৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে