শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬, ০৬:২৪:৪৭

মুক্তিযোদ্ধাকে মারপিট, বিজয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন

মুক্তিযোদ্ধাকে মারপিট, বিজয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করেছে। একজন মুক্তিযোদ্ধাকে মারপিট ও লাঞ্চিত করার জের ধরে এ অনুষ্ঠান বর্জন করেন। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের পরপরই উপস্থিত মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান বর্জন করে মাঠ ত্যাগ করেন। এর পর তারা মুক্তিযোদ্ধা সংসদদের উদ্যোগে পৌর পার্কে পৃথক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভা অনুষ্ঠান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান ও থানা অফিসার ইনচার্জ রাশেদুল আলম উভয়ে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সভাস্থলে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধাদের ব্যাজ পড়িয়ে  ফুল দিয়ে বরণ করেন।
 
মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা আলী আশরাফ হাওলাদারকে ২১ নভেম্বর রাতে লাঞ্চিত ও মারপিটের নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুসহ ২জনকে আসামি করে পরের দিন মোরেলগঞ্জ থানায় একটি মামলা হয়। এ মামলার আসামী আব্দুর রহিম বাচ্চু গ্রেফতার করা না হলে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষনা দেয় মুক্তিযোদ্ধারা। কিন্তু তিনি দীর্ঘদিন পলাতক থেকে জামিন নিয়ে ১৪ ডিসেম্বর মোরেলগঞ্জে মোটর সাইকেল নিয়ে শো-ডাউন করে । আর এতে স্থানীয় কিছু আওয়ামীলগী নেতা যোগ দেয়ায় মুক্তিযোদ্ধা ক্ষুদ্ধ হয়ে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করে নিজেরা পৃথকভাবে দিবসটি পালন করে।
১৬ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে