বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:০৩:১৩

গাঁজাসহ ২ জনকে আটক করায় পুলিশকে টাকার মালায় পুরস্কৃত

গাঁজাসহ ২ জনকে আটক করায় পুলিশকে টাকার মালায় পুরস্কৃত

বাগেরহাট থেকে : বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ বুধবার ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করায় এএসআই খায়রুল ইসলামকে টাকার মালায় পুরস্কৃত করেছেন থানার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে এএসআই খায়রুল ইসলাম আট শাহিন খান (৩০) ও রিপন চৌকিদার (২১ কে আটক করে। আটক দুজনের একজন যশোর কোতয়ালী থানার কচুয়া এলাকার বাসিন্দা কাদের খানের পুত্র শাহিন খান পেশায় একজন মাদক ব্যবসায়ী। অপর ব্যক্তি রিপন চৌকিদার বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাদশা চৌকিদারের পুত্র।

শাহিন খান সকালে ঢাকা-মোরেলগঞ্জগামী যাত্রীবাহী ফাল্গুনী পরিবহনে ব্যাগে ভর্তি গাঁজা নিয়ে বারইখালী ষ্টিল ব্রিজের মুরাদের পেট্রোলের দোকানের সামনে নামে। এখান থেকে সে রিপন চৌকিদারের ভাড়ার মোটরসাইকেলযোগে শরণখোলার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পুলিশের এএসআই খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে।

থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, সপ্তাহব্যাপী মাদক অভিযানের অংশ হিসেবে গাঁজার এ বড় চালনটি ধরা পড়ে এবং মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

এএসআই খায়রুল ইসলামের এ সাফল্যে সকল পুলিশকে উৎসাহিত করতে থানা অফিসার ইন চার্জসহ অন্যান্য কর্মকর্তারা তাকে টাকার মালা দিয়ে পুরস্কৃত করেন।

১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে