শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৫:৫৬

বান্দরবানে মসজিদের খতিবের ওপর হামলা

বান্দরবানে মসজিদের খতিবের ওপর হামলা

বান্দরবান থেকে : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করলিয়ামুরা দারুসসালাম জামে মসজিদের খতিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ২টার দিকে মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটেছে।

মারধরের শিকার খতিব মাওলানা ছৈয়দ নুর হলুদ্যাশিয়া এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে। অভিযুক্ত স্থানীয় বাসিন্দা হাজী আলী আহমদের ছেলে নুরুল ইসলাম পলাতক রয়েছেন। অভিযুক্ত নুরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাইশারী তদন্ত কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত এসআই সৌরভ বলেন, ‘ঘটনাটি শোনার পর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

খতিব মাওলানা ছৈয়দ নুর বলেন, ‘আমি কারও নাম ধরে জুমার নামাজের পূর্বে আলোচনা করিনি। শুধু এলাকার সামগ্রিক বিষয়ের ওপর আলোকপাত করে এলাকাবাসীকে ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ’র ব্যাপারে সতর্ক করেছি মাত্র।’

তিনি বলেন, ‘নামাজ শেষে বাড়ি ফেরার পথে কিছু বোঝার আগেই আমি হামলার শিকার হই। আমাকে দেশীয় ধারালো অস্ত্রের মাধ্যমে হামলা করে। রক্তাক্ত জখম করে এবং গায়ের জামা ছিঁড়ে ফেলে। তার সঙ্গে আমার কোনও পূর্ব শত্রুতা নেই।’

স্থানীয় মুসল্লিরা জানান, খতিব মাওলানা ছৈয়দ নুর জুমার নামাজে কোরআন ও হাদিসের আলোকে ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ’র ব্যাপারে বয়ান করেছিলেন। আলোচনার সময় তিনি এলাকায় অশ্লীল গান-বাজনা থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

এতেই স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে মসজিদের খতিবকে মারধর করে রক্তাক্ত জখম ও পরিধেয় কাপড় ছিঁড়ে ফেলেন। ইউপি সদস্য আনোয়ার সাদেক বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে এলাকার বাইরে আছি। কিছুই জানি না।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে