রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৯:১৫

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

বান্দরবান : ধানের শীষের মেয়র প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় জেলা বিএনপির চার নেতাকে বহিষ্কারের প্রতিবাদে শহরে এ মিছিল করা হয়। রোববার বিকেলে বান্দরবান শহরে ঝাড়ু মিছিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক মা ম্যা চিং, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। এসব নেতার গালে গালে জুতা মারো তালে তালে এমন স্লোগান দেয় তারা। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সাবেক সেক্রেটারি কাজী মহতুল হোসেন যত্ন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মশিউর রহমান মিঠুন, নেজাম চৌধুরী, চিং সা প্রু কেচি, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের আহ্বায়ক নিলুতাজ বেগম নিলু, যুগ্ম-আহ্বায়ক উম্মে কুলসুম লিনা প্রমুখ। তারা বিএনপির মেয়র প্রার্থী জাবেদ রেজাকে সন্ত্রাসী, দুর্নীতিবাজ আখ্যায়িত করে ধানের শীষে ভোট না দেয়ার জন্য নেতাকর্মী ও পৌরবাসীর প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেন্দ্রে কিছু দুর্নীতিবাজ নেতাদের ইন্ধনে পৌর মেয়র জাবেদ রেজাকে আবারো মনোনয়ন দিয়েছেন। মোটা অংকের টাকার বিনিময়ে চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, বান্দরবান পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মো. জাবেদ রেজার বিরোধিতা করে প্রকাশ্যে নৌকার ভোট চেয়ে গণসংযোগ করার অভিযোগে জেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার এবং দুই নেতাকে শোকজ করা হয়। বিএনপির বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারের চিঠি শনিবার রাত ৮টার দিকে জেলার নেতাদের কাছে পাঠানো হয়। বহিষ্কৃতরা হলেন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিঠুন এবং ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। যাদের শোকজ করা হয়েছে- জেলা বিএনপির সহ-সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরী। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে