শনিবার, ১৪ মে, ২০১৬, ১০:৩১:১৮

মধ্যরাতে বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে গলাকেটে হত্যা

মধ্যরাতে বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে গলাকেটে হত্যা

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক বৌদ্ধ ভিক্ষুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মং শু হুকে (৮০)।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাইশারি ইউনিয়নের উত্তর চাঁদপাড়ার বিহারে এ ঘটনা ঘটেছে। নিহত বৌদ্ধ ভিক্ষুক ওই গ্রাম থেকে কিছুটা দূরে ছোট একটি বিহারে একাই থাকতেন।

জানা গেছে, দুই বছর আগে ওই গ্রামে বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ভিক্ষু মং শু হু সেখানে ধ্যানমগ্ন থাকতেন।

উত্তর চাঁদপাড়ার কারবারি (পাড়াপ্রধান) অঞোথোয়াই চাঁদ বলেন, সকালে ওই বিহারে ভিক্ষুর খাবার দিতে গেলে তার লাশ পাওয়া যায়। লাশের গলা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। পরে বিষয়টি সবাইকে জানালে তারা পুলিশে খবর দেয়। ভিক্ষু হওয়ার পর মং শু হুর নাম পরিবর্তন করে উ গাইন্দ্যা রাখা হয় বলে জানান তিনি।

বাইশারি পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে।  শুক্রবার গভীর রাতে তাকে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। কে বা কারা কেন বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না।’

বাংলাদেশে সম্প্রতি সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের হাতে একের পর এক নাস্তিক ব্লগার, ইসলামের সমালোচনাকারী ব্যক্তিবর্গ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের খুনের মধ্যে এ ঘটনা ঘটল।

এর আগে এ ধরনের একাধিক খুনের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল-কায়েদার বাংলাদেশ শাখা এবং ইসলামিক স্টেট। তবে সরকারের পক্ষ থেকে এসব বিবৃতি নাকচ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দুর্বৃত্তরা যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও মঞ্চনাট্যকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে।

এর দুদিন আগে ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে তার শালবাগানের বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়। এর এক দিন আগে ২২ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরমানন্দ রায় নামের এক সাধু ছুরিকাঘাতে নিহত হন।

এর কয়েকদিন পর গত ৬ মে শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজাউল করিমের মতো একই কায়দায় কুপিয়ে ‘সুফি’ শহিদুল্লাহকে হত্যা করা হয়। 

১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে