সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ১০:২৫:৫৪

‘মিয়ানমার নিকৃষ্ট পশু হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে’

‘মিয়ানমার নিকৃষ্ট পশু হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে’

বরিশাল থেকে : রোহিঙ্গারা শত শত বছর মিয়ানমারে বসবাস করছে। তারা মিয়ানমারের স্থায়ী নাগরিক। রোহিঙ্গা মুসলিমদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে তাদের ওপর হত্যা, নির্যাতন ও গৃহহীন করে মিয়ানমার সরকার নিকৃষ্ট পশু হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

চরমোনাই’র বার্ষিক মাহফিলে সোমবার সকাল ১০টার দিকে ছাত্র গণজমায়েতে এসব কথা বলেন চরমোনাই পীর।

মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেন, রোহিঙ্গাদের রক্ষায় বাংলাদেশ সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রায় ১ কোটি জনগণ পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল। এখন রোহিঙ্গাদের বিপদের মুহূর্তে আমাদের মানবিক তাগিদে তাদের আশ্রয় দেয়া উচিত।

জাতিসংঘ-ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা মিয়ানমারকে মানবাধিকার লঙ্ঘনে উৎসাহ প্রদানের শামিল বলেও উল্লেখ করেন চরমোনাই পীর। আগামী ৫ ডিসেম্বর মিয়ানমার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর অচিরেই কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন।

২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে