বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০১৭, ০৫:২১:১২

বিএনপিকে বেধড়ক পেটালো আওয়ামী লীগ

বিএনপিকে বেধড়ক পেটালো আওয়ামী লীগ

বরিশাল থেকে : বরিশালে বিএনপির কর্মসূচি পুলিশের বাধা ও ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের হামলায় পণ্ড হয়ে গেছে।  হামলায় আহত হয়েছেন অন্তত ছয়জন। এদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপি সভাপতি (দক্ষিণ) এবায়দুল হক চান জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের কর্মীরা অশ্বিণীকুমার হল চত্বরে অবস্থিত বিএনপি অফিসের সামনের রাস্তায় অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টায় বিএনপি নেতাকর্মীরা অফিস থেকে বের হতে চাইলে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। এরপর বেলা পৌনে ১১টার দিকে আওওয়ামী লীগ কর্মীরা অতর্কিতে হামলা চালায় অফিসের দরজায় অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের ওপর। এ সময় বেশ কয়েকজন আহত হয়।

এদিকে, বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিএনপি অফিসের সামনের রাস্তায় ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। শান্তি রক্ষায় রাজপথে রয়েছে বলে দাবি তাদের।

বেলা সাড়ে ১২টার পড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় সদর রোডে অনামি লেনের সামনে দলছুট এক বিএনপি কর্মীকে পুলিশের সামনেই মারধর করে ছাত্র ও যুবলীগ কর্মীরা।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘পুলিশের সামনেই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।  এভাবে পুলিশের ছত্রছায়ায় শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করে গণআন্দোলন দমন করা যাবে না।’

এদিকে, বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আওলাদ হোসেন বলেন, ‘পুলিশ কার্যকর ভূমিকা পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।’ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) জানান, যেকোনও পরিস্থিতি মোকাবিলায় শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

০৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে