রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৫:৪৭:৪৮

বর্তমানে জঙ্গিদের বড় ধরনের হামলার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে জঙ্গিদের বড় ধরনের হামলার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : গজিয়ে ওঠা নব্য জঙ্গিবাদের নেটওর্য়াক ভেঙে গেছে। বর্তমানে বড় ধরনের হামলা করার সক্ষমতা তাদের নেই বলেন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের জলদস্যুদের সরকারের দেয়া সুবিধা গ্রহণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

রোববার বরিশাল মহানগরীর রূপাতলী র‌্যাব-৮ এর কার্যালয়ে সুন্দবনের জাহাঙ্গীর বাহিনীর ২০ জন জলদস্যুর আত্মসমাপর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় জলদস্যুরা ৩১ টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৫০৭ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে মানুষ হত্যাকারীর কোন স্থান নেই। এটা যারা করছেন তারা ইসলামের শত্রু। দেশ ও জাতির শত্রু। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যা মোকাবেলায় যেখানে পৃথিবীর একাধিক দেশ হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে সফলতা আর্জন করেছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থান ও কঠোর মনোভাব এবং দেশের সচেতন জনসাধারনের সমর্থনের ফলে এটা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় সুন্দরবন থেকে বনদস্যু ও জলদস্যু নির্মূলেও আমরা সক্ষম হবো। গজিয়ে ওঠা নব্য জঙ্গিবাদের নেটওর্য়াক ভেঙে গেছে। বর্তমানে বড় ধরনের হামলা করার সক্ষমতা তাদের নেই।

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জলদস্যুদের উদ্দেশ্যে বলেন, আত্মসমাপর্ণ করুন নতুবা প্রচলিত আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। জলদস্যুদের মদদদাতাদেরও তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল র‌্যাব-৮এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, বরিশাল মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন ও জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বক্তব্য রাখেন।
২৯ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে