শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ০৬:৫৪:৩০

ডুবতে ডুবতে তীরে পৌঁছালো এমভি গ্রিন লাইন লঞ্চটি!

ডুবতে ডুবতে তীরে পৌঁছালো এমভি গ্রিন লাইন লঞ্চটি!

বরিশাল থেকে : অল্পের জন্য বেঁচে গেলেন গ্রীন লাইন লঞ্চের দুই শতাধিক যাত্রী। ডুবতে ডুবতে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছে এমভি গ্রিন লাইন-২ লঞ্চটি। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের সদর উপজেলার লামছড়ি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীর চরবাড়িয়া পয়েন্টে যাত্রীবাহী এমভি গ্রিন লাইন-২ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবে গেছে কয়লা বোঝাই কার্গোর।

জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছিল গ্রিন লাইন-২। এই লঞ্চে থাকা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সরদার এম মহিউদ্দিন বলেন, ‘আমাদের সারেং সামনের কার্গোটি দেখতে পায়নি। সংঘর্ষের পর কার্গোটি পুরোপুরি ডুবে গেছে। তবে আমরা ডোবার আগেই তীরে আসতে পেরেছি সবাই।’

২২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে