শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ০১:৪২:৩০

জন্মস্থান বরিশালে পা রেখেই কেঁদে ফেললেন পশ্চিমবঙ্গের স্পিকার

জন্মস্থান বরিশালে পা রেখেই কেঁদে ফেললেন পশ্চিমবঙ্গের স্পিকার

বরিশাল থেকে : জন্মস্থান বরিশালের মাটিতে পা দিয়েই কাঁদলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারী কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার বিকালে ঢাকা হয়ে স্ব-স্ত্রীক আকাশপথে জন্মস্থান বরিশালে আসেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের বীমান বন্দ্যোপাধ্যায় জানান, এ এক ভিন্ন অনুভূতি। একটা বিশেষ পরিস্থিতিতে জন্মস্থান ছেড়ে চলে যেতে হয়েছিলো পুরো পরিবারকে।

কলকাতায় গিয়েও একটা করুন অবস্থার মধ্যে পড়েছিলেন। বাবা প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় এবং দাদা সতীশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বরিশালে আইন পেশায় ছিলেন। বাবা-মা’র কাছে শুনেছেন তার জন্ম বরিশালে ডগলাস বোডিংয়ে’।

বিমানবন্দরে এই অতিথি দম্পত্তিকে ফুল দিয়ে স্বাগত জানান, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এবং মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার উত্তম কুমার পালকসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

জন্মস্থানে আসার অনুভূতি জানতে চাইলে বর্ষিয়ান রাজনীতিক বীমান বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারন করতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, "এ অনুভূতি বলে বোঝাতে পারবো না। ১৯৪৭-৪৮ সালে তার জন্ম। অনেকদিন ধরেই বুকের ভেতর চাঁপা প্রত্যাশা ছিল জন্মভূমিতে আসার। সে আশা আজ পূরন হয়েছে। কাল  শুক্রবার দেখতে যাব জন্মভিটা।"

শুক্রবার সকাল ১০টায় স্পিকার বীমান বন্দ্যোপাধ্যায় স্ব-স্ত্রীক পিতৃভিটা দেখতে প্রথমে বিএম কলেজে যাবেন। পরে গৌরনদীর ঐতিহ্যবাহি মাহিলাড়া মঠ, আগৈলঝাড়ার গৈলায় মনষা মঙ্গলের কবি বিজয় গুপ্তের মনষা মন্দির পরিদর্শন শেষে আবার সার্কিট হাউজে ফিরে মধ্যাহৃভোজ করবেন।

বিকালে যাবেন বরিশাল মহাশ্মশান ও চারন কবি মুকুন্দ দাশ প্রতিষ্ঠিত কালিমন্দির দর্শনে। এছাড়াও মহাত্মা অশ্বিনী দত্তের বাড়ি (বর্তমানে সরকারি বরিশাল কলেজ) এবং তার প্রতিষ্ঠিত ব্রজমোহন (বিএম) বিদ্যালয় পরিদর্শনে যাওয়ারও কথা রয়েছে।  

বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনের মিডিয়া এটাচি রঞ্জন মন্ডল জানান, বীমান বন্দ্যোপাধ্যায়ের ভগ্নিপতি অরবিন্দ মূখার্জী বিএম স্কুলে পড়াশুনা করেছেন।

আগামী শনিবার সকাল ১০টায় বিমান বন্দ্যোপাধ্যায় বরিশাল সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সকাল ১১টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালের সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। ওইদিনই দুপুরে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন তিনি।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে