শনিবার, ০৪ নভেম্বর, ২০১৭, ০২:৪২:২৩

আবদুর রহমান বিশ্বাসের প্রথম জানাজা অনুষ্ঠিত

 আবদুর রহমান বিশ্বাসের প্রথম জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের প্রথম জানাজা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে বরিশাল সরকারি জিলা স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। জানাজার নামাজ পরিচালনা করেন আবদুর রহমান বিশ্বাসের ছেলে শিবলী বিশ্বাস।

জানাজায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, ডিআইজি শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক হাবিুবর রহমানসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরআগে মরদেহ বিমানযোগে বরিশালে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে ১৯২৬ সালে ১ সেপ্টেম্বর আবদুর রহমান বিশ্বাসের জন্ম। বরিশাল শহরেই তিনি স্কুল ও কলেজজীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯-৮০ সালে তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী এবং ১৯৮১-৮২ সালে বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে আবদুর রহমান বিশ্বাস ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৪ এপ্রিল ১৯৯১ তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ১৯৯৬ সালের ৮ অক্টোবর তার মেয়াদ শেষ হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে