শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ১২:৪০:৪৬

বিদেশ থেকে ফিরেই মাকে মারধর করে ঘরে তালা দিল ছেলে

বিদেশ থেকে ফিরেই মাকে মারধর করে ঘরে তালা দিল ছেলে

বরিশাল থেকে: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাহাবুবুল আলম লাবু নামের এক সুইডেন প্রবাসীর বিরুদ্ধে সৎ মাকে মারধর করে নিজ ঘর থেকে তাড়িয়ে করে দেয়ার অভিযোগ উঠেছে।

শুধু তাই নয়, ছোট সৎ ভাইকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তাদের কক্ষ তালাবদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। এ ঘটনায় শুক্রবার সকালে সৎ মা নেহারুন বেগম বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

নিজ ঘরে ঠাঁই না পেয়ে নেহারুন বেগম তার ছেলে জাহাঙ্গির আলম টিপুকে দূর সম্পর্কের এক স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নেহারুন বেগমের স্বামী শাহ আলম দুলাল ১৮ বছর আগে মারা যান। এর কয়েক বছর পর বড় ছেলে সুইডেন প্রবাসী মাহাবুবুল আলম লাবু সৎ মা নেহারুন বেগম, ছোট সৎ ভাই জাহাঙ্গির আলম টিপুকে বঞ্চিত করে বেশির ভাগ সম্পত্তি আগের পক্ষের দু’ভাই ও বোন দখল নিতে মরিয়া হয়ে ওঠে।

এনিয়ে সৎ মা ও সৎ ভাইয়ের সঙ্গে আগের পক্ষের ছেলে ও কন্যা সন্তানের বিরোধ দেখা দেয়। গত ৩১ অক্টোবর মাহাবুবুল আলম লাবু সুইডেন থেকে দেশে ফেরেন। গত ৭ নভেম্বর তিনি বানারীপাড়ার নিজ বাড়িতে এসেই সৎ মা নেহারুন বেগম ও তার সৎ ভাই জাহাঙ্গীর আলম টিপুকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। এরপর তাদের কক্ষ তালাবদ্ধ করে রাখা হয়। যেন ফিরে এসে আশ্রয় নিতে না পারে।

বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানতে পেরে তিনি থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি সমাধানে স্থানীয় ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসেছেন।-জাগোনিউজ
এমটিনিউজ২৪ডটকম/প্রতিনিধি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে