শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ১০:১৪:৩২

‘৬০ রাউন্ড গুলি বিনিময়ের পর দুলালের লাশ মাটিতে পড়ে ছিল’

‘৬০ রাউন্ড গুলি বিনিময়ের পর দুলালের লাশ মাটিতে পড়ে ছিল’

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। নিহত মো. দুলাল (৩৫) চণ্ডীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার শাখারিয়া এলাকায় বন্দুকযুদ্ধ হয় বলে জানান বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান।

ওসি জিয়াউল বলছেন, শাখারিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন দুলাল ও তার সঙ্গীরা।

গোপন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। তখন ডাকাতদল গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষ ৫০-৬০ রাউন্ড গুলি করার পর পুলিশ গুলিবিদ্ধ দুলালের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে বলে ওসি জানান।

তিনি বলেন, লাশের পাশে দুই রাউন্ড গুলিভর্তি দুটি পাইপগান, ছয় রাউন্ড শটগানের গুলি, শাবল, ছুরি, রামদা ও একটি মোবাইল ফোনসেট পাওয়া গেছে। দুলালের নামে হত্যা ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে বলে জানান ওসি জিয়াউল।
২৪ জুন, ২০১‌৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে