বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ১২:১৪:৩৬

হরিণের মাংসসহ আটক-২

হরিণের মাংসসহ আটক-২

ভোলা থেকে: ভোলার চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ হিন্দুপল্লী গ্রামের চৌমাথা থেকে পুলিশ প্রায় ৮ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হিন্দুপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চৌ-মাথায় চরমাদ্রাজ ৩নং ওয়ার্ডে সাধারণ মানুষ বস্তায় হরিণের মাংসসহ ২ জনকে আটক করে।

পুলিশকে সংবাদ দিলে থানা অফিসার ইনচার্জ ম. এনামুল হকের নেতৃত্বে ফোর্স গিয়ে তাদেরকে আটক করেছে।

আটককৃত সিরাজুল ইসলাম (৫৫) বাড়ী বরিশালের বন্দর থানার দিনারপোল এলাকায় এবং কামরুল ইসলাম (৩৫) কাশিরপুর ২৮নং ওয়ার্ডে বলে জানা গেছে।

আটক সিরাজুল ইসলাম জানান, তারা বেলা ৩ টার সময় মনপুরার কালকিনি এলাকা থেকে ২টি হরিণ শিকার করেছে। জবায় করে বস্তায় করে ট্রলার যোগে মাদ্রাজ নেমেছে। রক্তমাখা বস্তা দেখে স্থানীয়রা সন্দেহ করে বস্তা খুলে দেখে হরিণের মাংস। ৩০/৩২ কেজি মাংসের ২০/২৫ কেজি মাংস লুটপাট হয়েছে বলে তারা জানান।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক জানান, সিরাজুল ইসলামের নামে একটি লাইসেন্সকৃত বন্ধুক রয়েছে। ৩১ ডিসেম্বর/ ১৬ তারিখে তার মেয়াদ শেষ হয়ে গেছে। ওই বন্ধুক দিয়ে হরিণ শিকার করা হয়েছে।

সিরজুল ইসলাম বরিশালের নতুল্লাবাদের ষ্টেশনারী ব্যবসায়ী ও কামরুল ইসলাম মুরগী ব্যবসা করে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় হরিণ শিকার করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। বন্ধুকের বিষয়টি যাছাই বাছাইয়ের পরে ব্যবস্থা নেয়া হবে।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে