বুধবার, ২৫ জুলাই, ২০১৮, ০৮:৩৩:২৩

তজুমদ্দিন উপ-নির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী: ওবায়দুল কাদের ও এমপি শাওনের অভিনন্দন

তজুমদ্দিন উপ-নির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী: ওবায়দুল কাদের ও এমপি শাওনের অভিনন্দন

সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিন উপজেলা পরিষদ উপ-নিবার্চনে বড় ধরনের কোন বিশৃংখলা ছাড়াই বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ফলাফলে ৩৩টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী জনাব ফজলুল হক দেওয়ান (নৌকা) প্রতীকে ৫৯ হাজার ৭৮৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা মিন্টু (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৪৬ ভোট।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী জনাব নাছির হোসেন দুলাল (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩৪৯ ভোট।

এদিকে সকাল ৮টা থেকে ভোট কেন্দ্র গুলোতে র‌্যাব,বিজিবি,পুলিশ, কোস্টগার্ড ও আনসার বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ৫টি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩৩টি কেন্দ্রে ভোটার ছিলেন ৮৫ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪৩ হাজার ৮২৪ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৪১ হাজার ৯০৩ জন।

বিপুল ভোটে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ায় আ'লীগ প্রার্থী ফজলুল হক দেওয়ান কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের চৌধুরী, বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় আ'লীগ সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ভোলা-৩ আসনের সংসদ সদস্য জনাব নূরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা জেলা আ'লীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অহিদউল্লাহ জসিম মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত (৩০ডিসেম্বর) ২০১৭ সালে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যু বরণ করলে চেয়ারম্যান পদটি শুণ্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে