মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:৫১:৫৫

এমপি লিটন হত্যা মামলায় সাবেক এমপি কাদের গ্রেফতার

এমপি লিটন হত্যা মামলায় সাবেক এমপি কাদের গ্রেফতার

বগুড়া থেকে : আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাতীয় পার্টির সাবেক এমপি ডা. কাদের খানকে গ্রেফতার করেছে পুলিশ। আবদুল কাদের খানকে প্রায় এক সপ্তাহ ধরে পুলিশি নজরদারীতে রাখা হয়েছিলো। বগুড়ায় তার বাসায় এক সপ্তাহ ধরে সাদা এবং পোষাকধারী পুলিশ ঘিরে রেখেছিলো।

মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে গাইবান্ধার পুলিশ তাকে গ্রেফতার করে। রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গ্রেফতারের কথা নিশ্চিত করে জানান, তাকে এমপি লিটন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বগুড়ার এবং গাইবান্ধা পুলিশের একটি দল কয়েক দিন ধরে তার বাড়ি ঘিরে রেখেছিলো।

বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকায় অবস্থিত ডা. কাদের খানের মালিকানাধীন একটি ক্লিনিকের নাম ‘গরীব শাহ্ ক্লিনিক’। ক্লিনিক এবং বাসস্থান একই ভবনে। ক্লিনিকের চারতলায় সপরিবারে বাস করেন জাতীয় পার্টি নেতা ডা. কাদের খান । তার স্ত্রী ডা. জে ইউ নাসিমাও একজন চিকিৎসক। বগুড়ায় তার গ্রেফতারের বিষয়টি নিয়ে কেউ কোন কথা না বললেও পরে মুখ খুলেছেন রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, কাদের খানের গ্রেফতারের কারণ তাদের কাছে জানা নেই। গাইবান্ধার পুলিশের আবেদনের প্রেক্ষিতে আমরা সহযোগিতা করেছি মাত্র। রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, কাদের খানকে গাইবান্ধা-১ এর সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকন্ডের মামলায় গ্রেফতার করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে