রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:০২:৩০

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: দেশে বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ভোট দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় আবারও সবাইকে ভোট দিতে হবে।


রোববার বিকালে বগুড়ার শান্তাহার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, নৌকা সব সময় জাতিকে ভালো কিছু দিয়েছে। নৌকায় ভোট দিয়েই এই জাতি স্বাধীনতা পেয়েছে। আর একই কারণে এখন দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, মানুষ সমৃদ্ধির পথে যাচ্ছে।


প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতা দখল করেছে ছিল অবৈধভাবে। এদেশের মানুষের উন্নয়নের জন্য তারা কোনো কাজ করেনি, এদেশের মানুষের কল্যাণে কাজ করেনি। ক্ষমতা ছিল তাদের ভোগের বস্তু। ক্ষমতায় গিয়ে নিজেরা সম্পদ বানিয়েছে। আর দেশের মানুষ না খেয়ে কষ্ট পেয়েছে। ধুকে ধুকে মৃত্যুবরণ করেছে।


শেখ হাসিনা বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই এদেশের উন্নয়ন হয়েছে। যে উন্নয়নের ছোঁয়া আজকে এই আদমদীঘির সান্তাহারে আপনারা দেখতে পাচ্ছেন।


শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য আমাদের দেশের মানুষ পেট ভরে ভাত খাবে, সুন্দরভাবে বাঁচবে। আমি যখন প্রথম প্রধানমন্ত্রী হই তখন থেকে ৪০ টন মেট্রিকটন খাদ্য ঘাটতি। কিন্তু আজকে বাংলাদেশে খাদ্যের অভাব নেই। আজকে প্রতিটি মানুষ পেট ভরে খাবার পাচ্ছে।


কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমার বর্গাচাষী কৃষক ভাইয়েরা কখনও ঋণ পেত না। কিন্তু আওয়ামী লীগ সরকার বর্গাচাষীদের কৃষিঋণ দিতে শুরু করে। আজকে কৃষকরা কৃষি ব্যাংকে মাত্র ১০ টাকার বিনিময়ে এ্যাকাউন্ট করতে পারেন। সেই ব্যবস্থা আওয়ামী লীগ সরকার আপনাদের(কৃষক) করে দিয়েছে।


আধুনিক খাদ্যগুদামসহ ৩৫টি প্রকল্প উদ্বোধন করতে সকালে বগুড়ায় যান প্রধানমন্ত্রী। বেলা ১১ টায় সান্তাহার পৌঁছান। এরপর সান্তাহারে আধুনিক খাদ্য গুদাম প্রকল্প পরিদর্শন করেন তিনি। এখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন, সোনাতলার বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র, গাবতলী উপজেলার মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র, শাজাহানপুর থানা ভবন, শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ হাইস্কুলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, নন্দিগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং সোনাতলা উপজেলার সিচারপাড়া-৩ গুচ্ছগ্রাম প্রকল্প।
২৬ ফেব্রুয়ারী ২০১৭/ এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে