বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭, ০৬:৫৩:৫৯

ঘরের মেঝেতে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা স্বামীর

ঘরের মেঝেতে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা স্বামীর

বগুড়া থেকে : স্ত্রীকে মারপিট করে ঘরের মেঝেতে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগে উঠেছে স্বামী বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী সাদ্দাম হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ময়দানহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আজিজার রহমানের মেয়ে সার্জিনা খাতুনের (২২) তিন বছর আগে একই ইউনিয়নের উত্তর কেষ্টপুর গ্রামের হযরত আলীর ছেলে সাদ্দাম হোসেনের সাথে বিয়ে হয়।  বিয়ের পর থেকেই দু’জনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

এর জের ধরে গতকাল সকালে সাদ্দাম তার স্ত্রী সার্জিনাকে মারপিট করে। এক পর্যায়ে সাদ্দাম নিজেই তার শয়ন ঘরের মেঝেতে কবর খোঁড়ে এবং সার্জিনাকে জোর করে মাটি চাপা দেওয়ার চেষ্টা করে। সার্জিনার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সার্জিনা নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মামুদ খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে সার্জিনাকে উদ্ধার করেছে। এ ঘটনায় সাদ্দাম হোসেন ও তার মা জোসনা বেগমের বিরুদ্ধে মেয়ের বাবা আজিজার রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করলেও তার মা জোসনা বেগম পলাতক।

সার্জিনার বাবা আজিজার রহমান জানান, ৬ষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় সার্জিনাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই সাদ্দাম যৌতুক দাবি করে আসছিল এবং যৌতুকের দাবিতে প্রায় মেয়েকে মারপিট করতো।
২৫ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে