বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ০৯:৪৩:৫৯

এক আসনেই বিএনপি ও আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ ভাই!

এক আসনেই বিএনপি ও আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ ভাই!

বগুড়া : বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি ও আ’লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন তিনভাই। তারা হলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, ২০০১ সালে আ’লীগের প্রার্থী মাহবুব আলম টোকন ও জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মন্জুরুল আলম মোহন ।

জানা গেছে, সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম শাহ আলমের তিন পুত্র বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব আলম টোকন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মন্জুরুল আলম মোহন।

তাদের সবার বড় রেজাউল করিম বাদশা । তিনি জাতীয়তবাদী ছাত্রদলের সাবেক নেতা । তিনি ছাত্রজীবন শেষে বগুড়া শহর ও জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক ছিলেন। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে দলের মনোনয়নের জন্য দলীয় ফরম সংগ্রহ ও জমা দান শেষে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন বলে জানা গেছে। তিনি ১৯৯২ সালে বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জহরুল ইসলামের কাছে হেরে যান।

নয়া দিগন্ত অনলাইনের খবর সবার আগে ফেসবুকে পেতে নিচের লিংকে ক্লিক করুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।

তার ছোট ভাই মাহবুব আলম টোকন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরবার্তার সম্পাদক ও প্রকাশক। ২০০১ সালের পহেলা অক্টোবরের ৮ম সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে তিনি আ’লীগ মনোনীত প্রার্থী ছিলেন। তিনি বিএনপি প্রার্থী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিশাল ব্যবধানে পরাজিত হন।

এই দুইজনের ছোট ভাই বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মন্জুরুল আলম মোহন। তিনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। তারা দুজনই আ’লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়ে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন।

তবে কোন দলই প্রার্থী চূড়ান্ত করেনি। ফলে তিন ভাইয়ের মধ্যে কে কোন দলের মনোনয়ন পাচ্ছেন তা এখনও নিশ্চিত নয়। তবে আদৌ তারা কেউ মনোনয়ন পাবেন কিনা তাও অনিশ্চিত বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে