বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮, ০৫:৪২:৫৪

শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম

শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম

নিউজ ডেস্ক: নির্বাচনে অনেকের কাছেই টাকা ফ্যাক্ট আর আমার কাছে ব্যক্তি ফ্যাক্ট। আমি আর্থিকভাবে মোটেও অন্য আর ১০ জনের মতো সক্ষম নই, কিন্তু ভালোবাসা অর্জনে আমি পরিপূর্ণ। আর নির্বাচনে এটিই আমার শক্তি। জনগণের ভালোবাসায় আজ আমি হিরো আলম। জনগণের সেই ভালোবাসার মূল্য দিতেই আমি নির্বাচনকে বেছে নিয়েছি— বললেন হিরো আলম। বগুড়া-৪ আসন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জাতীয় পার্টির হয়ে। 

তিনি জানান, প্রথম থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো আছে। কিন্তু নির্বাচনী নানা কৌশলের কারণে বার বার সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। সে হিসেবে আমার মনোনয়ন পাওয়ার  বিষয়ে কিছুটা রিস্ক থেকে যায়। আমি সে রিস্কে যাব না। জনগণের সেবায় নিজেকে জনপ্রতিনিধি হিসেবে দেখাতে নির্বাচনে মনোনয়ন পাওয়াটা আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছি। হিরো আলম আরও জানান, আমি মনে করি আজ আমি হিরো আলম। আমার হিরোগিরি আজ অনেক উপরে। 

কিন্তু একদিন হয়তো এই হিরোগিরি থাকবে না। তখনো যেন জনগণের কাছ থেকে ভালোবাসা নিয়ে বাঁচতে পারি, সমাজের সেবা করতে পারি। নির্বাচনী জনসংযোগে বের হয়ে তার অসংখ্য প্রমাণ পেয়েছি। আমার পক্ষে সবার ইতিবাচক সাড়া আছে। সমাজের সব মহল থেকে আমাকে উৎসাহ দেওয়া, সাহায্য-সহযোগিতা করাসহ সব সময় পাশে আছেন। তারা আশা করছেন আমাকে দিয়ে সবার চাওয়া- পাওয়ার পূর্ণতা ঘটবে। আমিও যেন এই দায়িত্ব পালন করতে পারি সে আশা নিয়েই এখন আমি নির্বাচনে অংশগ্রহণকে বড় করে দেখছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে