সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩০:২১

ধুনটে ৩ প্রিসাইডিং অফিসারকে শোকজ

ধুনটে ৩ প্রিসাইডিং অফিসারকে শোকজ

ধুনট (বগুড়া): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় ৩ প্রিসাইডিং অফিসারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এরা হলেন ধুনট মহিলা কলেজের প্রভাষক শহিদুল ইসলাম খান, জালশুকা হাবিবুর রহমান কলেজের প্রভাষক আব্দুল লতিফ ও সোনাহাটা ডিগ্রি কলেজের প্রভাষক সুনীল চন্দ্র বসাক।

সোমবার সকালের দিকে ধুনট উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চত করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে বগুড়া ৫ আসন গঠিত। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য এ উপজেলায় ৯৭ জন প্রিসাইডিং অফিসারকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। 

ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ১৩ ডিসেম্বর প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ভোটগ্রহণ প্রশিক্ষণে ওই ৩ প্রিসাইডিং অফিসার অংশগ্রহণ করেননি। এ কারণে ১৫ ডিসেম্বর তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সহকারী রিটার্নিং অফিসার ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, ভোটগ্রহণ প্রশিক্ষণে কর্মশালায় অংশগ্রহণ না করে ৩ প্রিসাইডিং অফিসার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এ কারণে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এর জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে