শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ১০:১৬:১৫

শিবগঞ্জে ১২ কিলোমিটার সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিবগঞ্জে ১২ কিলোমিটার সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইসরাইল মোড় থেকে ধাইনগর ইউপি কার্যালয় পর্যন্ত ১১.৮ কিলোমিটার সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার বিকেলে (সাড়ে ৪ টায়) প্রায় ৩ কোটি টাকা ব্যয়ের এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ উপলক্ষে ধাইনগর ইউপি কার্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ গোলাম রাব্বানী।

অনান্যর মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) কল্যান চৌধুরী,শিবগঞ্জ পৌর প্যানেল মেয়র আব্দুস সালাম,শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান প্রমূখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করছে। এলজিইিডি’র উপ-সহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেস্তি জানান, ধাইনগর ইউনিয়নে ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যায়ে আরেকটি ২.১ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ শীঘ্রই শুরু হবে। এছাড়া এই ইউনিয়নে গত অর্থবছরে ৫৩ লক্ষ টাকা ব্যয়ে একটি বিদ্যালয় ও ৬৮ লক্ষ টাকা ব্যায়ে দেড় কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ শেষ হয়েছে।  
২১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে