বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬, ০৯:৫২:০৮

মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ৩ জনসহ নিহত ৫, আহত ৩

মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ৩ জনসহ নিহত ৫, আহত ৩

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।উপজেলার বিনোদপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন গ্রাম জমিনপুরে চারজন নিহত ও একজন আহত এবং দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর বাজারে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

স্থানীয় ও শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জমিনপুর গ্রামে নিহত চারজনের মধ্যে তিনজন হলেন মাদারীপুর জেলার কালকিনি থানার খাসেরহাট গুচ্ছ গ্রামের মৃত সোলেমান খাঁর ছেলে হারুন খাঁ (৬৫), কালাই সর্দারের চর গ্রামের মৃত আহম্মদ আলী সর্দারের ছেলে তালেব আলী সর্দার (৬০) ও সিনান ঘাটা গ্রামের মো. গোপাই রাড়ির ছেলে কালাই রাড়ি (৬৫) ও অন্যজন উপজেলার জমিনপুর গ্রামের মৃত মো. জঞ্জালীর ছেলে রফিকুল ইসলাম (৪৫)। একই সময় পৃথক বজ্রপাতের ঘটনায় দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর বাজারের তাজেমুল হকের মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী বুলবুলি খাতুন (১০) নিহত হয়েছে। আহতরা হচ্ছেন জমিনপুর গ্রামের তোফাজ্জল ইসলামের ছেলে কলেজ ছাত্র রফিকুল ইসলাম (১৮), দুর্লভপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. সেবাগ (১১) ও মো. ভুট্টুর স্ত্রী পেয়ারা বেগম (৪০)। মাদারীপুর জেলার নিহত তিনজন এসেছিলেন একটি তাবলিগ জামায়াতের ১৭ জনের একটি দলের সঙ্গে। দলের আমির (দলনেতা) সিনানঘাটা গ্রামের মোখলেসুর রহমান জানান, তাঁরা জমিনপুর দ্বোতালা জামে মসজিদে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় একটি হাট থেকে মসজিদে ফিরছিলেন ওই তিনজন। আবহাওয়া খারাপ দেখে জমিনপুরের গাজলুর রহমানের গোয়াল ঘরে আশ্রয় নেন তাঁরা। তাঁদের সঙ্গে জমিনপুরের রফিকুল ইসলামও ছিলেন। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই চারজন মারা যান। সেখানে আহত হন কলেজ ছাত্র রফিকুল ইসলাম। তাঁকে ও বিনোদপুরে আহত দুজনকেও চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে।
২৩ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে