বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৪৫:৫১

ফের আল্লামা শফির শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি

ফের আল্লামা শফির শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম থেকে : হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফিকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

প্রায় শতবর্ষী এই হেফাজত আমীর আহমদ শফি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। হেফাজতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও শফিপুত্র আনাস মাদানি জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটায় নগরীর সিএসসিআর হাসপাতালে আবারো ভর্তি করা হয় হেফাজত আমীরকে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। শারীরিক অবস্থাও মোটামুটি স্বাভাবিক। তবে শারীরিক দুর্বলতা কাটাতে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান আনাস মাদানি। আল্লামা শফির রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে বেশ কয়েকবার নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় আল্লামা আহমদ শফিকে। পরে রাজধানীর আসগর আলী হাসপাতালে এক মাসেরও বেশি সময় চিকিৎসা নেন তিনি। শেষে উন্নত চিকিৎসার জন্য হেফাজত আমীর গত ২২শে জুলাই ভারতের দিল্লি যান। সেখানে এ্যাপোলো হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ গত ২৯শে জুলাই ছাড়পত্র দিলেও সাতদিন তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় অবস্থান করেন। পরে ৫ই আগস্ট দেশে ফিরেন বলে জানান সংগঠনের দায়িত্বশীল নেতারা।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে