শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২৩:০৪

একই ফ্লাইটে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে নরওয়ে-ফিনল্যান্ড

একই ফ্লাইটে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে নরওয়ে-ফিনল্যান্ড

নিউজ ডেস্ক: মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য এক কার্গো ফ্লাইটে করেই নরওয়ে ও ফিনল্যান্ড রেড ক্রসের ত্রাণ চট্টগ্রামে এসে পৌঁছেছে। ত্রাণের বেশিরভাগই চিকিৎসা সরঞ্জাম।

শুক্রবার ৫৯ দশমিক ১৫৭ মেট্রিক টন ত্রাণসামগ্রী নিয়ে কার্গো ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে।

রেডক্রস নরওয়ের লজিস্ট্রিক প্রতিনিধি উড পেডারশেন এসব ত্রাণসামগ্রী চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের চট্টগ্রাম ইউনিটের সচিব আবদুল জাব্বার ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের কর্মকর্তা আরিফ রহমান।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান বলেন, একই ফ্লাইটে করে রোহিঙ্গাদের জন্য নরওয়ে ও ফিনল্যান্ড রেড ক্রসের ত্রাণ এসেছে। ত্রাণের মধ্যে বেশিরভাগই চিকিৎসা সরঞ্জাম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে