মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ০৮:০৫:১৬

চট্টগ্রামের দুই হেভিওয়েট প্রার্থীর কোলাকুলি, সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ

চট্টগ্রামের দুই হেভিওয়েট প্রার্থীর কোলাকুলি, সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ

চট্টগ্রাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন চট্টগ্রামের দুই হেভিওয়েট প্রার্থী। বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান এবং আওয়ামী লীগের ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই দুই হেভিওয়েট প্রার্থীর চট্টগ্রাম-৯ আসনে এবারের নির্বাচনে লড়বেন আওয়ামী লীগের প্রার্থী নওফেল। আর চট্টগ্রাম-১০ আসনে লড়বেন বিএনপি প্রার্থী আবদুল্লাহ আল নোমান।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিক প্রচারণা শুরু উপলক্ষে হযরত শাহ সুফি আমানত খান (রহ.) মাজার জিয়ারতের এই দুজনে দেখা হয়।

মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময় বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের সঙ্গে দেখা হলে হাত বাড়িয়ে দেন আওয়ামী লীগের প্রার্থী নওফেল। । নোমানও হাত বাড়িয়ে দেন। এরপর তারা কোলাকুলি ও কুশল বিনিময় করেন। প্রচারণা শুরুর আগে কোলাকুলি ও কুশল বিনিময় করেন বিএনপি ও আওয়ামী লীগের এই দুই নেতা।

এসময় তাদের সঙ্গে থাকা দুই দলে নেতাকর্মীরা নিজেদের স্লোগান দিতে থাকেন। সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

প্রচারের শুরুতেই অভিযোগ করে আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার এবং নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের যে ওয়াদা করেছিল, তা মানছে না।তিনি আরও বলেন, ‘সোমবার রাত থেকে এ পর্যন্ত এলাকার দশজনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

অপরদিকে, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল মাজার জিয়ারত শেষে বলেন, ‘জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। চট্টগ্রামকে ঘিরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। তাই আশা করি শুধু এ আসন নয়, চট্টগ্রামের ১৬টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে