শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ১২:১৫:০৭

আজ ৫ই আগস্ট চুয়াডাঙ্গার শহীদ দিবস

আজ ৫ই আগস্ট চুয়াডাঙ্গার শহীদ দিবস

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার ৫ই আগস্ট স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে চুয়াডাঙ্গার আটজন বীর মুক্তিযোদ্ধা সম্মুখ যুদ্ধে শহীদ হন। দেশ স্বাধীনের পর আটজন শহীদের আত্মত্যাগকে স্মরণ করে দিবসটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয়।

১৯৭১ সালের ৫ আগস্ট ছিল বৃহস্পতিবার। ওই দিন চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম বাগোয়ান-রতনপুরে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে আটজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এরা হলেন- হাসান জামান, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামদ্দিন, আফাজ উদ্দীন, আলাউল ইসলাম খোকন, রওশন আলম ও খালেদ সাইফুদ্দিন আহম্মেদ তারেক।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের কিতাব হালসানার জমিতে আটজন শহীদের লাশ দুটি কবরে মাটিচাপা দিয়ে দাফন করা হয়। স্বাধীনতার পর ওই কবরের ওপরই নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ। যা 'আটকবর' নামে পরিচিতি পেয়েছে।

এ ছাড়াও এ সমস্ত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে আরও স্মরণীয় করে রাখতে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ জেলা আ.লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দারের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের কবরের পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন মুক্তিযুদ্ধ সংগ্রহশালা ও অডিটোরিয়াম।

প্রতি বছরের মতো এবারও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ স্থানীয় বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য মিলাদ-মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে