মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ১০:০৮:৩৭

ঘূর্ণিঝড় 'মোরা’র আঘাতে কক্সবাজারে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

 ঘূর্ণিঝড় 'মোরা’র আঘাতে কক্সবাজারে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে কক্সবাজার উপকূলের শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়ে গেছে। বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে উত্তাল রয়েছে সাগর।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহম্মদ বলেন, ভোর ৬টার দিকে ঘূর্ণিঝড়টি সেন্টমার্টিনে আঘাত হানে। এতে এখানকার দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছি। অনেক জায়গায় গাছপালা উপড়ে গেছে গেছে। এখানে এখন প্রচণ্ড ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নিয়ন্ত্রক সাইফুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘মোরা’ মঙ্গলবার সকাল ৭টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে মহেশখালী-কুতুবদিয়ার উপকূল ছুয়ে চট্টগ্রাম, হাতিয়া ও সন্দীপের দিকে অগ্রসর হচ্ছে। সাগরের ভাটা জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীকে রক্ষা করেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে