মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ০১:৪২:০৮

ঘূর্ণিঝড় ‘মোরা', ৫ শতাধিক যাত্রী ১০ ঘণ্টা ধরে আটকা

ঘূর্ণিঝড় ‘মোরা', ৫ শতাধিক যাত্রী ১০ ঘণ্টা ধরে আটকা

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোরার কারণে ভোলা-বরিশালগামী ৫ শতাধিক যাত্রী প্রায় ১০ ঘণ্টা ধরে আটকা রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

সোমবার বেলা ১১টা থেকে মেঘনা উপকূল এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস বাইছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত প্রায় একই অবস্থা বিরাজ করছে।

ঘূর্ণিঝড় আঘাত হানায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে সকাল ১০টা পর্যন্ত লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটে ভোলা-বরিশালগামী ৫ শতাধিক যাত্রী আটকা রয়েছে। এছাড়া শতাধিক পণ্য বোঝাই ট্রাক-কার্গো আটকা পড়েছে।

এদিকে, নদী উত্তাল থাকায় সোমবার বিকাল থেকে রামগতির বিচ্ছিন্ন দ্বীপ চরআবদুল্লাহ ইউনিয়নে বসবাসকারী প্রায় ১৬ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে সরে আসতে পারেনি। তাদের অনেকেই আবার ঘর-বাড়ি ও গবাদী-পশু হারানোর ভয়ে নিরাপদে আসতে রাজি হয়নি বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল আহমেদ।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক এ দুর্যোগ মোকাবেলায় ১০২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া ৩০ টন চাল, নগদ দেড় লাখ টাকা ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকায় মাইকিং, নিয়ন্ত্রণ কক্ষ চালু এবং জনসাধারণকে নিরাপদস্থানে আশ্রয়ে নিতে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মাঠে কাজ করছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে