বুধবার, ১৬ আগস্ট, ২০১৭, ০৯:০১:৪৭

অপরিচিত দুই ছাত্রীর প্রাণ বাঁচিয়ে সাগরে ভেসে গেল চুয়েট ছাত্র!

অপরিচিত দুই ছাত্রীর প্রাণ বাঁচিয়ে সাগরে ভেসে গেল চুয়েট ছাত্র!

নিউজ ডেস্ক : অপরিচিত দুই মেয়েকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে ভেসে গেলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাকীব বিন খাব্বাব।

মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করলেও নাকীব বিন খাব্বাবের খোঁজ পাওয়া যায়নি।

খাব্বার কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলালের ছেলে। তার বাড়ি বরুড়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সকালের দিকে গুলিয়াখালী সাগর পাড়ে চুয়েটের কয়েকজন শিক্ষার্থী বেড়াতে আসে। দুপুর ২টার দিকে সাগর পাড়ে বেড়ানোর সময় তারা অন্য দুটি অপরিচিত মেয়েকে সাগরে ডুবে যেতে দেখেন।

এসময় চুয়েট ছাত্র খাব্বাব ও ইমতিয়াজ সেখানে ছুটে গিয়ে তাদেরকে পানি থেকে তোলার চেষ্টা করেন। কিন্তু তারাও পানিতে ডুবে যেতে থাকেন।

তাদের সহপাঠীরা চিৎকার শুরু করলে স্থানীয় জেলেরা এসে দুটি মেয়ে ও ইমতিয়াজকে উদ্ধার করলেও ভেসে যান খাব্বাব (২৩)।

খাব্বারের এক সহপাঠী সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ফারহান লাবীব বলেন, তারা ১০ শিক্ষার্থী ব্যক্তিগত উদ্যোগে এখানে বেড়াতে যান।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার কৃষ্ণ প্রদাস তলাপাত্র জানান, খবর পেয়ে তারা ও আগ্রাবাদের দুটি টিম এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তাদের চেষ্টা অব্যহত রয়েছে।

সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল্লা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। কিন্তু ওই ছাত্রের খোঁজ পাওয়া যায়নি।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে