সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ১২:২০:০১

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

 কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশ সফররত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখছেন তিনি।
দুপুরের পর কক্সবাজার থেকেই মালয়েশিয়ার উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে তার।

 এর আগে দুইদিনের সফরে রোববার (১৫ অক্টোবর) সকালে ঢাকায় আসেন মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী জাহিদ হামিদি। আজ সকাল সাড়ে ৮টায় বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন তিনি। কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানান  পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান।  
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে