রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭, ০৮:৪৮:২৬

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে মিয়ানমার : রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে মিয়ানমার : রাষ্ট্রপতি

কক্সবাজার থেকে : বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়েই ফিরিয়ে নিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকাল চার টার দিকে উখিয়া উপজেলার বালুখালি ২নং রোহিঙ্গা ক্যাম্পে দুই হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এজন্য একটু ধৈর্য ধরতে হবে। রোহিঙ্গাদের জন্য একটা নিরাপদ অবস্থান তৈরি করার পর মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে বাংলাদেশ।’ গতকাল রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করেছেন রাষ্ট্রপতি। এ সময় তিনি কিছুক্ষণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এর আগে প্রেসিডেন্ট রোহিঙ্গা ক্যাম্পের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম ও মেডিক্যাল স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন।

পরে বিকাল ৫টায় রাষ্ট্রপতি ইনানীতে হোটেল রয়েল টিউলিপে ফিরে যান। রাষ্ট্রপতি সোমবার কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনীর সিম্পোজিয়াম (আইওএনএস) এর আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধন করার কথা রয়েছে।

৯টি পর্যবেক্ষক দেশসহ প্রায় ৩২টি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান জানান, রাষ্ট্রপতি সোমবার কক্সবাজারের ইনানী বিচসংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়ামের আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধন করবেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে