শনিবার, ১২ মে, ২০১৮, ০৮:৫৭:৫৩

মুরগি খেতে এসে ধরা পড়ল বিশালাকার অজগর

মুরগি খেতে এসে ধরা পড়ল বিশালাকার অজগর

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী দ্বীপের লোকালয়ে এসে মুরগি খাওয়ার সময় বিশালাকার এক অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার তেলী পাড়া গ্রামের মৃত আলী রাজার ছেলে মোস্তাকের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বাড়ির গৃহকর্তা মোস্তাক বলেন, কয়েকদিন আগে সাপটি পাহাড় থেকে লোকালয়ে আসে। এরপর ক্ষুধা মেটাতে বিভিন্ন বাড়ির গোয়াল ঘরে থেকে হাঁসমুরগি খায়। শনিবার দুপুরে আমার বাড়ির গোয়ালঘরে ঢুকে মুরগি খাওয়ারত অবস্থায় তাকে স্থানীয়দের সহায়তায় বন্দী করি। পরে বনবিভাগের লোকজন এসে সাপটিকি উদ্ধার করে নিয়ে যায়।

মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক জানান, অজগরটি হয়ত খাবারের খোঁজে পাহাড় থেকে নেমে মুদিরছড়া গরমছড়ি এলাকায় আসে। এলাকাবাসী অজগরটি জীবিত উদ্ধার করে বিভাগ অফিসে নিয়ে আসলে পরে গহীন বনে অবমুক্ত করা হয়। 
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে