বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮, ০৯:৫১:১৭

কোনো নেতাকর্মীকে অন্যায়ভাবে হয়রানি করলে জেলা সদর অচল করে দেয়ার হুঁশিয়ারি

কোনো নেতাকর্মীকে অন্যায়ভাবে হয়রানি করলে জেলা সদর অচল করে দেয়ার হুঁশিয়ারি

কক্সবাজার : কোনো নেতাকর্মীকে অন্যায়ভাবে হয়রানি করলে কক্সবাজার জেলা সদর অচল করে দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বিএনপিসহ জোটের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। এখনও শতাধিক নেতা কারাগারে রয়েছে। নেতাকর্মীরা হুমকি-ধামকির শিকার হচ্ছে। গ্রেফতার করতে হলে আমাকে করুন। নেতাকর্মীদের হয়রানি করবেন না।

বুধবার রিটার্নিং অফিসার ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কাছে এ মনোনয়নপত্র জমাদান পূর্ব দোয়া সমাবেশে তিনি এসব কথা বলেন। শহরের শহীদ সরণীস্থ হোটেল নিরিবিলি প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে রামু-সদরের বিভিন্ন এলাকার বিএনপি ও ঐক্যফ্রটের কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে অংশ নেন। এসময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবি এবং ধানের শীষ ও কাজলের পক্ষে ভোট চেয়ে স্লোগান দেন। সমাবেশে বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজল নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন।

লুৎফুর রহমান কাজল অভিযোগ করে বলেন, কোনো ব্যাংক ডাকাত-লুটেরাকে জনগণ ভোট দেবে না। তাই তারা কেন্দ্র দখল করে আগের মতোই ভোট নিতে চায়। কিন্তু জনগণ এবার তাদের দুরভিসন্ধি কখনও সফল হতে দেবে না। ভোট কারচুপির চেষ্টা করলে নেতাকর্মীদের রাস্তায় শুয়ে পড়ার আহ্বান জানান।

কাজল তার পক্ষে আশি ভাগ মানুষের সমর্থন আছে দাবি করে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের ভোটাধিকার বা নাগরিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন। কাউকে জোর করে বিজয়ী করতে গিয়ে আর দেশের বারটা বাজাতে যাবেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে