শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০১৭, ০৯:৪৬:৪১

এমপি লিটন হত্যা: সেই কালো ক্যাপটি সিআইডিতে

এমপি লিটন হত্যা: সেই কালো ক্যাপটি সিআইডিতে

গাইবান্ধা : গাইবান্ধা-১ আসনের নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বাড়ি থেকে একটি কালো ক্যাপ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এমপি লিটনকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার  সময় আততায়ীদের কারও মাথা থেকে ক্যাপটি পড়ে যায় বলে ধারণা পুলিশের। এজন্য ক্যাপটির ডিএনএ টেস্ট করাতে ঢাকায় সিআইডি’র ফরেনসিক ল্যাবে পঠানো হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম বৃহস্পতিবার বলেন, ‘এমপি লিটনের বাড়ির সামনে থেকে পাওয়া কালো রংয়ের ক্যাপটি ডিএনএ টেস্টের জন্য ঢাকায় সিআইডি’র ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। পরে সন্দেহভাজন কেউ গ্রেফতার হলে সেটা মিলিয়ে দেখা সহজ হবে।’

এছাড়া খুনিদের ব্যবহৃত দু’টি মোটর সাইকেলের তথ্যও পেয়েছে পুলিশ। মোটর সাইকেল দুটির নম্বর প্লেট রংপুর থেকে নিবন্ধিত। এই তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় অনুসন্ধান শেষে এগুলোর মালিককেও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ২৭জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে ২১ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা জামায়াত-শিবির ও আল্লাহর দলের সদস্য।

গ্রেফতারকৃতরা হচ্ছে মহসিন আলী (৬৫), সিরাজুল ইসলাম (৫৫), রাতুল ইসলাম (২২), লাল মিয়া (৪৫), আইয়ুব আলী (৫০), আলম মিয়া (৪৮), সানু মিয়া (২৮), ভুট্টু মিয়া (৪০), আমজাদ হোসেন (২৮), রুবেল মিয়া (১৮), আজিজুর রহমান (৫৫), গোলাম মোস্তফা (৩৮), মাহাতাব হোসেন (৩২), হাফিজ উদ্দিন (৩৬), মোজাম্মেল হক (৫০), নুরুন্নবী (৪৫), গোলাম বারী (৩৮), মমিন উদ্দিন (৩৭), আব্দুল মালেক (৩৮), মঈন উদ্দিন (৩৭) ও আব্দুল খালেক (৩০)।

লিটনের সন্তানকে ঢাকায় পুলিশি নিরাপত্তা : এদিকে, লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি এবং তার একমাত্র সন্তান রাতিন ঢাকায় ফুফুদের বাসায় অবস্থান করছে। রাতিন ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের এ লেভেলে পড়ছে। সন্তানের নিরাপত্তায় উদ্বিগ্ন লিটনের স্ত্রী স্মৃতি বিষয়টি গাইবান্ধার পুলিশকে জানালে তারা তার নিরাপত্তার বিষয়টি ঢাকার পুলিশকে অবহিত করেন। পরে সেখানে তার নিরাপত্তা ব্যবস্থা করা হয়। -বাংলা ট্রিবিউন।
০৬ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে