শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৩৫:৪১

গাইবান্ধার সাবেক এমপির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা

গাইবান্ধার সাবেক এমপির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা

নিউজ ডেস্ক: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক জাতীয় সংসদ সদস্য অবসর প্রাপ্ত কর্নেল ডাঃ এ কাদের খানকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন তার বগুড়া শহরের রহমাননগর গরীব শাহ ক্লিনিক ও বাসায় নজরবন্দী করে রেখেছে। বৃহস্পতিবার রাত ৯টা  থেকে পুলিশ ও সাদা পোষাকধারীরা তার বাসা ঘিরে রেখেছে। কেন তার ক্লিনিক ও বাসা ঘিরে রেখেছে সে সম্পর্কে ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত কেউ মুখ খুলেতে রাজি হয়নি। তবে তাকে নিরাপত্তা দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে গাইবান্ধার স্পেশাল ব্রাঞ্চের লোকজন বগুড়া পুলিশের সহযোগিতায় তার বাসা ঘিরে রাখে। তখন থেকে ক্লিনিক ও বাসায় বাহিরের লোকজন যাতায়াত সীমিত করা হয়েছে। এছাড়া ক্লিনিকের কার্যক্রমও বন্ধ রয়েছে। উল্লেখ্য, এর আগে ১৫ ফেব্রুয়ারী গাইবান্ধার কদমতলী এলাকা থেকে তার গাড়ি চালক হান্নান ও তার ব্যক্তিগত সহকারী রাশেদুল ইসলাম মেহেদীকে পুলিশ আটক করে।-চ্যানেল আই
১৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে