বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ১২:৫৩:৩৭

হবিগঞ্জে চার শিশু হত্যায় মামলায় ৩ আসামির ফাঁসি

হবিগঞ্জে চার শিশু হত্যায় মামলায় ৩ আসামির ফাঁসি

হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যায় মামলায় আদালত তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন। বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে আরও দুই জনকে।

বুধবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এ আদেশ দেন। মৃত্যপ্রাপ্ত আসামিরা হলেন, রুবেল মিয়া, আরজু মিয়া ও উস্তার মিয়া (পলাতক)। তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। কারাদন্ডপ্রাপ্তরা হলেন- জুয়েল মিয়া ও সাহেদ মিয়া।

তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট অশোক কুমার কর তথ্যটি নিশ্চি করেছেন। উল্লেখ্য, বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০) গত বছরের ১২ই ফেব্রুয়ারি বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

এর ৫ দিনের মাথায় ১৭ই ফেব্রুয়ারি সুন্দ্রাটিকি গ্রামের পার্শ্ববর্তী একটি বালুর ছড়ার মাটির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাহুবল থানায় ৯জনকে আসামি করে মামলা করেন আবদাল হোসেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে