শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ০৮:২৩:৩২

কেশবপুরে সুবোধ মিত্রের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে সুবোধ মিত্রের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও সাবেক এমএনএ সুবোধ মিত্রের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, বিদেহী আত্নার শান্তি কামনায় গীতা রামায়ণ পাঠ, দরিদ্রভোজ, শীতার্থ দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও বালিয়াডাঙ্গায় সমাধীস্থলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের সভাপতি বজলুর রহমান খানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক সাংবাদিক মোতাহার হোসাইনের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল ও অধ্যাপক অসিত মোদক । স্বাগত বক্তব্য রাখেন  ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও  সাবেক এমএনএ সুবোধ মিত্রের পূত্র এ্যাড. মিলন কুমার মিত্র।

অনুষ্ঠানে উপজেলার মূলগ্রামের অনগ্রসর মন্ডলপাড়ার শিশু শিক্ষার্থীদের বিনা পারিশ্রমিকে পড়িয়ে আলোকিত করার কারিগর সন্তোষ কুমার মন্ডল ওরফে সন্তোষ দাদুকে সুবোধ মিত্র স্মৃতি পদক প্রদান করা হয়।
উল্লেখ্য সাবেক এমএনএ সুবোধ মিত্র ২০০৭ সালের ২০ জানুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কেশবপুর হাসপাতালে মৃত্যু বরণ করেন।
২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে