শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:০২:২৬

কেশবপুরে স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু

কেশবপুরে স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে: কেশবপুরে স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু হওয়ায় ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ দেখা দিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি প্রত্যেক উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা প্রদান করেন। তারই ধারা বাহিকতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমটির প্রচেষ্টায় কেশবপুরে একটি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার সকালে শহরের মধ্যকুলে স্টেডিয়ামের জন্য নির্ধারিত জমি দখল মুক্ত করে সাইনবোর্ড স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেন। সংবাদটি উপজেলা ব্যাপী ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনে দেখা দেয় উৎসবের আমেজ।

শনিবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় শাহার নেতৃত্বে স্থানীয় পাবলিক ময়দানে মিষ্টি বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি তানজিলা পিয়াস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক পলাশ মল্লিক, ক্রীড়া সংস্থার সদস্য আনিসুজ্জামান-সহ খেলোয়ার বৃন্দরা। এসময় নেতৃবৃন্দ অবিলম্বে কেশবপুর শহরের মধ্যকুলে উক্ত স্টেডিয়াম দ্রুত নির্মাণের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদারের নিকট জোর দাবী জানিয়েছেন।  
১১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে