বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ০৬:৩৫:৪৬

বাবার মরদেহ রেখে পরীক্ষা দেয়া সেই হীরা পাস

 বাবার মরদেহ রেখে পরীক্ষা দেয়া সেই হীরা পাস

যশোর থেকে: বাড়িতে বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া সেই হীরা খাতুন পাস করেছে।

বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় হীরা জিপিএ-৩.৬৮ পেয়েছে।

যশোর বোর্ডের অধীন অভয়নগর উপজেলার মহাকাল স্কুল অ্যান্ড কলেজ থেকে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেয়।

স্থানীয় সূত্র জানায়, এসএসসি পরীক্ষা চলাকালে গত ১৩ ফেব্রুয়ারি রাতে হীরার বাবা ক্যান্সারে আক্রান্ত মোশারেফ মোল্যা (৪০)  মারা যান। পরের দিন হীরা খাতুনের শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। হীরা খাতুন বাবার মরদেহ বাড়িতে রেখে ওই পরীক্ষায় অংশ নেয়। ফুফু লাকী সুলতানা ও খালা নূরজাহান বেগম হীরার সঙ্গে কেন্দ্রে যান।

ফুফু লাকী সুলতানা জানান, ওই পরীক্ষার দিনে বাবার মরদেহ বাড়িতে রেখে হীরা অঝোরে কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে প্রবেশ করে।  হীরা পাস করেছে জেনে খুব খুশি হয়েছি।

তিনি জানান, হীরার  বাবা  মোশারেফ মোল্যা রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন। খুব কষ্টে ওদের সংসার চলতো। হীরা পাস করেছে কিন্তু কিভাবে সে পড়াশুনা করবে এটা ভেবে কোনো কূল কিনারা পাচ্ছি না।
৪ মে ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে