সোমবার, ১১ জুন, ২০১৮, ১২:৫৬:২২

‘৭-৮ বছর ধরে অামার সঙ্গে জিন রয়েছে’

‘৭-৮ বছর ধরে অামার সঙ্গে জিন রয়েছে’

যশোর: আধুনিক বিজ্ঞানের যুগে এক নারীর মাথার টিউমার অপারেশন করেছে জিনেরা। এমন দাবি করে জিনের মাধ্যমে সব ধরনের রোগের চিকিৎসা করানোর ঘোষণা দিয়েছেন সাজিদা খাতুন নামের এক নারী ও তার পরিবার।

ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার গোগা কালিয়ানি গ্রামে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে প্রচার করা হয়। ওই নারীর মাথায় ব্যান্ডেজ লাগানো হয়েছে। তবে এটিকে টাকা কামানোর নতুন ফন্দি বলে দাবি করেছে স্থানীয়রা।

সাজিদা খাতুন কালিনি গ্রামের মৃত আব্দুল সর্দারের মেয়ে। তাকে কলারোয়ার জহুরুল ইসলামের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে দেয়া হয়।

সাজিদার মা ফিরোজা বেগমের দাবি, তিন বছর ধরে তার মেয়ের মাথায় জ্বালা-যন্ত্রণা করছিল। ওষুধ খেয়ে ভালো হচ্ছিল না। মেয়ের মাথায় যে টিউমার হয়েছে তার কোনো ডাক্তারি রিপোর্ট নেই। 

জিনেরা বলেছে মাথার ভেতরে টিউমার অপারেশন না করলে ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়ের মতামতের ভিত্তিতে জিনেরা টিউমার অপারেশন করেছে। শুক্রবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত অন্ধকার ঘরে চলে অপারেশনের কাজ। অপারেশনের সময় যন্ত্রপাতির শব্দ আমিও শুনেছি। ভয় পাব বলে রক্ত ও টিউমার আমাদের দেখানো হয়নি। তবে রক্তমাখা ব্লেড ও তুলা দেখেছি।

সাজিদা খাতুন বলেন, আমি এখন বাপের বাড়িতে অবস্থান করছি। জিনেরা অপরেশন করার পর থেকে আমার মাথায় ব্যান্ডেজ বাঁধা। ছবি তোলা যাবে না। জিনদের বারণ আছে। অপারেশনের পরে এখন সুস্থতাবোধ করছি।

সাজিদার দাবি, জিনেরা আমাকে রোগী দেখতে বলেছে। ৭-৮ বছর ধরে অামার সঙ্গে জিন রয়েছে। এখন জিনের মাধ্যমে নিয়মিত রোগী দেখব আমি।

সাজিদার পাশের বাড়ির বাসিন্দা আনোয়ার বলেন, কলারোয়ায় থানা পুলিশের চাপ থাকায় স্বামী-স্ত্রী পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়েছে বাপের বাড়িতে রোগী দেখবে। তবে জিনের বিষয়টি সত্য কি-না জানি না।

বাগআঁচড়া সাকিসিরিব মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা. মমতাজ মজিদ বলেন, ধর্মমতে জিনের অস্তিত্ব আছে ঠিকই। তবে চিকিৎসা বিজ্ঞানে জিনদের অপারেশনের বিষয়টি হাস্যকর।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে