শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৯:০২:৫৭

কৃমিনাশক ওষুধ খেয়ে হাসপাতালে চার শতাধিক শিক্ষার্থী

কৃমিনাশক ওষুধ খেয়ে হাসপাতালে চার শতাধিক শিক্ষার্থী

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে চার শতাধিক শিক্ষার্থী  অসুস্থ হয়ে পড়েছে। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাজার  হাজার মানুষ হাসপাতালের সামনে ভিড় করেছে।
 
অচিন্তপুর হাইস্কুলের সহকারী শিক্ষক এমদাদুল হক জাসান,  ১০টার পর কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। প্রথমে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে আরো ৬০-৭০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।
 
জানা গেছে, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে শৈলকুপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। প্রথমে অচিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। এরপর দেবতলা প্রাইমারি স্কুল, কবিরপুর প্রাইমারি স্কুল,, হিতামপুর প্রাইমারি স্কুল, কাতলাগাড়ি হাইস্কুলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে।  প্রায় চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান। বিকাল ৩টা পর্যন্ত অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসতে দেখা যায়।
 
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বাবর জানান, তিনি খবর পেয়ে প্রথমে অচিন্তপুর স্কুলে যান। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পঠানোর পরামর্শ দেন। চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে।
 
ঝিনাইদহের সিভিল সার্জন ডাক্তার রাশেদা সুলতানা জানান, শিক্ষার্থীরা আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। ইতিমধ্যে অনেকে সুস্থ হয়েছে। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।
০১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে