বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০৬:১৪:২৬

এক রোগে ছিন্নভিন্ন সংসার- কী এমন জটিল রোগ?

এক রোগে ছিন্নভিন্ন সংসার- কী এমন জটিল রোগ?

ঝিনাইদহ: রোগের কারণে দুই বোনকে তালাক দিয়েছে তাদের স্বামী। পরিবারের আক্রান্ত শিশুরা স্কুলে গেলে তাদের পাশে কেও বসতে চায় না।
খেলার মাঠেও তারা একঘরে। অথচ রোগটি ছোঁয়াচে নয়। তবে এটা ঠিক নিউরোফাইব্রোমাটোসিস নামক এই রোগের নিদ্দিষ্ট কোনো চিকিৎসা নেই। নেই এই রোগে আক্রান্তদের মৃত্যুর ঝুকি।  

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেসমত ঘোড়াগাছা গ্রামের পল্লী চিকিৎসক মরহুম ইজাল উদ্দীনের ছেলে ইফাজ উদ্দীন, মেয়ে নার্গিস ও পারভিনা খাতুন নিউরোফাইব্রোমাটোসিস রোগে আক্রান্ত। তাদের পিতাও ছিলেন এই রোগের রোগী। পরবর্তীতে ইফাজ ও তার বোনের সন্তান অনিক, রোমিও এবং ছোঁয়া খাতুন আক্রান্ত হয়েছে দুরারোগ্য এই ব্যাধিতে।  

স্কুল ও খেলার মাঠে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে এ সব শিশুদের। হতদরিদ্র এই পরিবারের দুই মেয়ে নার্গিস ও নাসরিনকে তাদের স্বামীরা সন্তানসহ তালাক দিয়েছেন।
রোগটি ছোঁয়াচে না হলেও স্কুল কিংবা খেলার মাঠেও পরিবারের আক্রান্ত শিশুদের সাথে অন্য শিশুরা মিশতে চায় না।  

আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা বঞ্চিত গোটা পরিবারটি এখন অসহায়। সপ্তম শ্রেণিতে পড়ুয়া রোমিও পরের ক্ষেতে শ্রমিকের কাজ করে পড়ালেখা করে।  

মাত্র আড়াই শতক জমির উপর ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন পল্লী চিকিৎসক ইজাল উদ্দীনের পরিবার।  

আজ বৃহস্পতিবার সাংবাদিক আফিস কাজল তার ফেসবুকে ইফাজ উদ্দীনের পরিবারের এ দুরারোগ্য ব্যাধির কথা উল্লেখ তাদের পুর্নবাসন ও সহমর্মিতা জানাতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসার কথা বলেছেন।-কালের কণ্ঠ।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে