মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ১০:০৪:৫৫

ছাত্রলীগ নেতার হাতে লাঞ্ছিত কলেজছাত্রী জয়ী মণ্ডলের আত্মহত্যা

ছাত্রলীগ নেতার হাতে লাঞ্ছিত কলেজছাত্রী জয়ী মণ্ডলের আত্মহত্যা

খুলনা থেকে : খুলনার দাকোপ উপজেলায় ছাত্রলীগ নেতার হাতে লাঞ্ছিত হয়ে বাজুয়া এলবিকে সরকারি মহিলা কলেজের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার সকালে কলেজ হোস্টেল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। কলেজছাত্রী জয়ী মণ্ডল দাকোপ উপজেলার উত্তর বানীশান্তা গ্রামের কুমারেশ মণ্ডলের মেয়ে।
 
কলেজছাত্রীর পরিবার এ মৃত্যুর জন্য বাজুয়া এসএন কলেজের ছাত্রলীগের সভাপতি ইনজামামুল হক মির্জা ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মৃধা সাইফুল হোসেন টুটুলকে দায়ী করেছেন।
 
জয়ীর কাকা সমরেশ মণ্ডল বলেন, তার ভাতিজি জয়ী কলেজ হোস্টেলে থেকে বাজুয়া কলেজের পড়তো। বাজুয়া এসএন কলেজের ছাত্রলীগ সভাপতি ইনজামামুল হক মির্জা ও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মৃধা সাইফুল হোসেন টুটুল তাকে প্রায়ই উত্যক্ত করতো।

রবিবার বিকালে ফিজিক্সের শিক্ষক অরিন্দম স্যারের কাছে পড়তে আসার পথে ইনজামামুল হক তার ভাতিজির সঙ্গে খারাপ আচরণ করে। এই ঘটনা সে তার বান্ধবীদের কাছে বলেছে।

এছাড়াও ইনজামামুল তার হাত ধরে ঘরে নিয়েও তাকে লাঞ্ছিত করে। এ কারণেই জয়ী আত্মহত্যা করেছে। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা ইনজামামুল ও সাইফুল হোসেন টুটুল তাকে উত্যক্ত না করলে তার ভাতিজির এভাবে আত্মহত্যা করতে হতো না।
 
দাকোপ থানার ওসি মো. সাহাবুদ্দীন চৌধুরী বলেন, সোমবার সকাল ৯টার দিকে কলেজ হোস্টেলের কক্ষে ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রী জয়ীর লাশ দেখতে পাওয়া যায়। পরে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি দাকোপ থানাকে অবহিত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
 
কলেজ ছাত্রলীগ সভাপতি ইনজামামুল হকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের খুঁজে পাওয়া যায়নি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে