শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ০৯:১৬:১৮

‘অশালীন কথা বলিনি, কিছু বুঝে ওঠার আগে মারপিট শুরু হয়’

‘অশালীন কথা বলিনি, কিছু বুঝে ওঠার আগে মারপিট শুরু হয়’

কুড়িগ্রাম : কুড়িগ্রামে গ্রামবাসীর হাতে বেদম মারধরের শিকার দুই কিশোরের দাবি তারা কাউকে উদ্দেশ করে কিছু বলেনি। অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এক কিশোরীর উদ্দেশে অশালীন মন্তব্য করার অভিযোগ এনে ওই দুই কিশোরের ওপর চড়াও হয় মেয়েটির নিকটাত্মীয়রা।

এদিকে ‘ইভ টিজিং’ এর অভিযোগে দুই কিশোরকে দড়ি দিয়ে হাত বেঁধে বেধড়ক মারধর নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার ওই এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। মামলা করেছেন নির্যাতিত এক কিশোরের বাবা।

গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর চতুর্থ দিনে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতনের শিকার হেলাল ও আমিনুল নামে ওই দুই কিশোরের কথা হয়। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুরে স্থানীয় এক কিশোরীকে ‘অশালীন কথা’ বলার অভিযোগ তাদের ওপর চালানো হয় এ নির্যাতন।

বৃহস্পতিবার তারা দাবি করে, ওই কিশোরীকে কোনও অশালীন কথা বলা হয়নি। বরং কিছু বুঝে ওঠার আগেই তাদের ধরে নিয়ে শুরু হয় মারধর।

এদিকে, অনন্তপুরে দুই কিশোরকে নির্যাতনের এ ঘটনার প্রতিবাদে আসামিদের গ্রেফতার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হাজারও মানুষ।  বৃহস্পতিবার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতনের শিকার দুই কিশোরের একজন হেলাল উদ্দিন বলে, ‘ঘটনার দিন আমরা দুইজন নিজেদের মধ্যে হাসি-ঠাট্টা করতে করতে বেড়াতে যাচ্ছিলাম। কোনও মেয়েকে আমরা অশালীন কথা বলিনি। কিন্তু কোনও কিছু বুঝে ওঠার আগে হঠাৎ আব্দুল কাদের, কালাম মিয়া ও শহিদুল ইসলাম আমাদের ধরে নিয়ে যায়। এরপর তাদের বাড়ির আঙিনায় গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করে।’

নির্যাতনের শিকার দুই কিশোরের পরিবারের পক্ষ থেকে, হেলাল উদ্দিন এর বাবা ফজলুল হক বাদী হয়ে চার জনকে আসামি করে বুধবার বিকালে ফুলবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা যায়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান, নির্যাতনকারীদেরকে বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে পুলিশের পদক্ষেপ বিষয়ে কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (সার্কেল ‘এ’) সনাতন চক্রবর্তী জানান, ‘আমি নির্যাতনের ভিডিও দেখেছি এবং নির্যাতিত কিশোরদেরও দেখেছি। এটা এমন কোনও গুরুতর বিষয় নয়। থানায় অভিযোগ হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে।’

দুই কিশোরের ওপর ‘অমানবিক নির্যাতনের’ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা যায়। অমানবিক এই নির্যাতনের চতুর্থ দিনেও অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের কোনও কার্যকর ভূমিকা দেখা না যাওয়ায় এলাকায় ক্ষোভ সৃষ্ট হয়েছে বলে স্থানীয়দের অনেকে জানান।

উল্লেখ্য, ২১ আগস্ট বিকালে অনন্তপুরের স্থানীয় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই স্কুলছাত্রীর নিকটাত্মীয়রা হেলাল উদ্দিন (১৬) ও আলিমুলের (১৭) ওপর নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে পরিবারকে খবর দেয় ও জেলার সদর হাসপাতালে ভর্তি করে। কিশোর দু’জন বর্তমানে ওখানে চিকিৎসাধীন আছে। -বাংলা ট্রিবিউন
২৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে