সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ০৭:১০:৩০

এবার চাকরির দাবিতে রাস্তায় নেমেছেন বিলুপ্ত ছিটমহলবাসীরা

এবার চাকরির দাবিতে রাস্তায় নেমেছেন বিলুপ্ত ছিটমহলবাসীরা

কুড়িগ্রাম থেকে: “বাঁচার মত বাঁচতে চাই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান চাই” এই শ্লোগানকে সামনে রেখে ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়াছড়ায় শিক্ষিত বেকার যুবক-যুবতীরা চাকরির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

দাসিয়াছড়ার কালিহাট বাজারের দীপক সেনগুপ্ত সড়কে আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে দুই শতাধিক দাসিয়াছড়ার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা এক ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন,সাবেক পঞ্চায়েত প্রধান নজরুল ইসলাম, নুর ইসলাম মাষ্টার, ছাত্র নেতা জাকির হোসেন, শিক্ষার্থী তানিয়া আক্তার, মাইদুল ইসলাম, রুবেল ইসলাম, নুর ইসলাম মাষ্টার,মুক্তি আক্তার প্রমূখ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে