মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭, ০৬:৪০:০৫

হাতীবান্ধার ভুট্টা ক্ষেত থেকে ময়ূর উদ্ধার

হাতীবান্ধার ভুট্টা ক্ষেত থেকে ময়ূর উদ্ধার

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত লাগোয়া ভুট্টা ক্ষেত থেকে একটি ময়ূর উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকা থেকে ময়ূরটি উদ্ধার করা হয়। ময়ূরটি প্রতিবেশী দেশ ভারত থেকে উড়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই গ্রামের একটি ভুট্টা ক্ষেতে হঠাৎ ময়ূরটি দেখতে পায় স্থানীয় জিতেন্দ্র নাথ রায়। পরে আশপাশে থাকা লোকজনসহ ওই ময়ূরটিকে ধরে ফেলেন তিনি। প্রায় ৩ কেজি ওজনের ওই ময়ূরটি হাতীবান্ধা ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়।

ইউএনও সৈয়দ এনামুল কবির জানান, ময়ূরটি উদ্ধারের পর তা হস্তান্তরের জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।
২১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে