মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭, ০৬:৫৫:১৭

নামাজ না পড়ার অপরাধে...

 নামাজ না পড়ার অপরাধে...

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: নামাজ না পড়া ও ছুটি না নিয়ে বাড়ি যাওয়ার অপরাধে রেহানা সিদ্দিকা নামে এক ছাত্রী ওই মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানের বেত্রাঘাতে আহত হয়েছেন।

সোমবার বিকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম একরামিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের উওর ঘনেশ্বর গ্রামের শাহিন হোসেনের মেয়ে রেহানা সিদ্দিকা ওই মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী। সে রোববার টিফিনের পর ছুটি না নিয়ে ও নামাজ না পড়ে মাদ্রাসা থেকে বাড়ি চলে যায়। সোমবার রেহানা মাদ্রাসা এলে অধ্যক্ষ মিজানুর রহমান তাকে প্রচন্ড বেত্রাঘাত করেন। এ সময় সে অসুস্থ্য হয়ে পড়লে এক শিক্ষকের সহযোগিতায় বাড়ি যায়। সন্ধ্যায় রেহানা প্রচন্ড জ্বর-ব্যাথায় কাতর হলে স্থানীয় চিকিৎসকের মধ্যমে চিকিৎসা নেয়া হয়। অসুস্থতার কারণে রেহানা মাদ্রাসা যেতে পারছে না। এ ঘটনায় মঙ্গলবার ওই ছাত্রীর পিতা শাহিন হোসেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ করেন।

মাদ্রসার অধ্যক্ষ মিজানুর রহমান জানান, মাদ্রাসার নিয়ম অনুযায়ী ছুটি না নিয়ে বাড়ি যাওয়া ও যোহরের নামাজ না পড়ার অপরাধে তাকে সামান্য বেত্রাঘাত করেছি মাত্র।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।  
২১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে