বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ০১:৫৪:২২

জঙ্গি আখ্যা দিয়ে মসজিদের ইমাম অপহরণ, ২ ঘণ্টা পর উদ্ধার

জঙ্গি আখ্যা দিয়ে মসজিদের ইমাম অপহরণ, ২ ঘণ্টা পর উদ্ধার

মাগুরা: মাগুরায় জঙ্গি আখ্যা দিয়ে মসজিদের এক ইমাম অপহরণের ঘটনা ঘটেছে। অবশ্য প্রায় দুই ঘণ্টার মধ্যে অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জেলার শালিখা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এসময় জড়িত সন্দেহে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জঙ্গি আখ্যা দিয়ে জেলা সদরের কাটাখালী এলাকা থেকে বিল্লাল হোসেন নামে একজন মসজিদের ইমামকে কয়েকজন যুবক ধরে নিয়ে যায়। তার বাড়ি যশোরের বাঘাপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামে। অপহরণকারীরা তাকে মারধর করে এবং  বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। এই ঘটনার পর পর রাত ৮টার দিকে অপহৃত ইমামের স্বজনরা শালিখা থানায় মৌখিক অভিযোগ করেন।

অপহৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে।

পরে বিকাশে টাকা দেওয়ার কথা বলে মাগুরা সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন রায়-এর নেতৃত্বে পুলিশ সদরের কাটাখালী এলাকার একটি মাঠ থেকে রাত ১০টার দিকে অপহৃত ইমামকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে জনি (২২) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যান্য অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত জনি সদরের ছয়চার গ্রামের মিজানুর রহমানের ছেলে।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে